আমার এখনও মৃত্যুর সময় আসেনি,
বাজে আত্মা বলে কেউ ভালও বাসেনি
কত ঋণ রয়ে গেছে পৃথিবীর বুকে,
কিভাবে মেটাবো সেসব দান! মুখে!
কত অক্সিজেন নিয়েছি সবুজের দেশে,
আমায় জন্ম থেকেই দিয়েছে ভালবেসে
মেটাবো কি করে সেই সবুজের ঋণ!
সবুজ মা-বাবার ঋণ মেটানো নয় সমীচীন,


তাই পালিয়ে যেতে চাইলেই পালাতে পারছি না বুঝেই
ফিরছি রোজ, একটু একটু করে, এই সবুজেই