অন্ধকারের চোরা গলি পেরিয়ে এগিয়ে যেতে ইচ্ছে করছে
কত কবি এভাবেই গলা চিড়ে মরছে, মারছে, উঠে দাড়াচ্ছে
তবু খিঁদের জ্বালায় রাজনীতি নেই, আছে শুধু বেঁচে থাকা
কবিতার জন্য, কবির লড়াই, এই বাংলায় ভাসিয়ে রাখা।
কত জল, ঢেউ, ভাসিয়ে নিয়ে চলেছে, বহু প্রান্তর থেকে
আমি শুধু রয়েছি, এভাবেই, নবীন মতে আস্থা রেখে।
জানি না, কেউ নেই, কেউ থাকবে না কোনও দিন
এই বাংলায় প্রথম, এই শেষ, থেকে গেল কবির ঋণ।
তবু কবিতার আঁচল পাতা কোলের উপর শুয়েছি আমি
আজ শেষ হল যাত্রা, বাকিটা জানেন অন্তর্যামী...


এই প্রথম, এই শেষ, আর হয়তো আসব না বাংলায়
সাজিয়ে রেখেছি কবিতা ঘরময়, আমার মনের জানলায়।