গঙ্গার পথ ধরে হেঁটেছি অনেকটা কাল,
কখনও তাঁকে পেয়েছি, আলো ছায়ার সকাল,
কখনও এসেছে স্নিগ্ধ আলোর মাঝে,
কখনও তপ্ত দুপুরের কাজের মাঝে,
কখনও সন্ধ্যার আলোয় আলোকিত করে
সে গেছে চলে, জীবন্ত এক ঘোরে।


আমি রয়েছি বসে তারই অপেক্ষায়
আমি গঙ্গার পাড়ে ধরে তাকেই খুঁজি প্রতীক্ষায়।
আসতে আসতে সকাল হয়, রাত হয়
আমার ভালবাসা অবিনশ্বর, নেই ক্ষয়।
সবটুকুই রয়ে যায়।


আমার ভিতরেই যে তার বাস,
সে তো বুঝেছি যখন অন্তরতমটুকু আজ করলাম প্রকাশ।