আশা-ভরসা, আস্থা, আর গমন
শান্তির চেতনা আর শান্তি যাপনে
প্রেম প্রেয়সীর ভাল রাখার মতো ইচ্ছে
বারংবার কবিকে তাড়িয়ে নিয়ে চলেছে।


কেন দিচ্ছে, কি কারণে দিচ্ছে
সেই হাজার প্রশ্নের উত্তর খুঁজলে অস্থির লাগে।
অস্থির লাগে ঘাম আবার বৃষ্টিও...
শান্তি নেই, প্রেম নেই, অস্থির লাগে জীবন
জীবন তো নয় যেন আস্ত আগ্নেয়গিরি
গিলে খেতে চায়... আর
ছন্দহীন কবিতা লিখতে চায় সাদা পাতায়...