বৃষ্টিস্নাত সন্ধ্যায় বারংবার কেন তোমায় মনে পড়ে,
একসাথে হাত ধরে কেটেছে অনেকটা কাল ধরে
সন্ধ্যা তারার আলোয় তুমি বকেছ
চাহিদা পূরণে ব্যর্থ হয়ে মেরেছ,
কুয়াশা ভরা সকালে ঘুম থেকে তুলে
পাহাড়ের শোভায় চক্ষু খুলে
তুমি আমাকে বুঝিয়েছ।
পৃথিবী সুন্দর-মরতে চাওয়া – যেন এক ভ্রমর,
হয়ে আকাশে উড়ে
তোমার চোখ মনকে শিহরিত করে,
আমায় উল্লাস দেওয়া
বিশ্ব বিধাতার এক পরম প্রাপ্তি পাওয়া।
সঙ্গহীন হৃদয়ে আজও
বার বার তোমার টানে
আমাকে পিছু টানে- তোমার গানে
আমার পৃথিবী নতুন করে আমায় দেখে,
যেন বলে – ভালো আছো.. স্নেহে
ভালো থাকাটাই যেন মানুষের দায়।