ভাষায় ভাবনায় ভাসা ভাসিয়ে নিয়ে যায়
এবং স্রোতের খেয়া বাওয়া বায়ে
নবরূপ পেল সমাজ-হাত ধরে
ভাষার ভালবাসাকেই আপন করে।


যে যাতনা দেশ বাংলায় এসেছে আমার
যেন তা বাংলা-মাতৃভাষা তোমার।
অনুভূতির অন্তরে নাবিক প্রাণ
এই তো গাইছি ভাষা আন্দোলনের গান।