সুখী হতে চায় যে মন, প্রাণ, গান অণুক্ষণ
তবু মেঘমল্লারের সুর কাটছে, বুকে ব্যাথা
যক্ষ্মা হতে পারে, পেটে খিঁদে, ছাঁদ চুয়ে জল
নামছে আমার ভালবাসার স্তন, চিবুক, ঘন চোখে...
জেদ করে প্রমোটারকে ভিটে মাটি দেব না
আরও অনেক কাল মেঘ দেখব, বৃষ্টির কান্না দেখব
সবুজ আগাছায় ভরে যাক আমার চেতনা
ব্যাঙ লাফিয়ে বেড়াক আমার অন্তরে...
হাসুক নিন্দুকের দল, আমি গরীব, এক মুখ দাড়ি
আমি সভ্যতার মাথা ভরা টাকার সাথে আড়ি
শিল্প সৃষ্টি হবে মহাকালের অণু পথ ধরে
দেখি কে নেয় আমায় আপন করে...


একলা আষাঢ়েও মেঘদূত লেখার অনুপ্রেরণা রাধাই
তবুও কেন রবি দাদুর ভাঙা ছবি নতুন করে বাধাই?