অনেক অঘোষিত যুদ্ধ হয়েছে বারংবার
তবু হেঁটেছি জীবন্ত হারা জেতার আনন্দে,
লাল কার্ড দেখব, জানতাম না আবেগে
তবু দেখেছি, ছিটকে গেছি মাঠ থেকে
অব্যক্ত সিদ্ধান্ত নিদ্রাকাতর করেছে।
সিংহের মতন ঘুমিয়ে থেকেছি গুহায়
চোরা গলিতে, নেশা করেছি জেতার..


তারপর আবার এসেছি জীবনের মাঠে
খেলতে খেলতে খেলতে কখন যে মালি হয়েছি
আর আনন্দ বিলিয়েছি... এটুকুই আমার অশ্রু পাওনা
বাকিটা তো ইতিহাসের ফসিলস