যাত্রা শুরু করেছিলাম শৈশবে মানুষ হওয়ার
যাত্রা শুরু করেছিলাম চেতনায় তোমাকে পাওয়ার।
হাতড়েছি অনেকটা পথ, ভালবেসেছি অনেকটা পথ,
মিথ্যা হয়েছে সত্য প্রচেষ্ট নিবিড় শঙ্খচিল অভিরত।


আসন্ন পথ দিয়ে চলতে চলতে বুঝেছি আমি পরিব্রাজক নই
আমার মৃত্যুর পরে কেউ ছড়াবে না আর খৈ।
আমি তো যাত্রী, ভাষাহীন, অঞ্চলহীন এক নাবিক মাত্র,
মানুষের মতন লোভ লালসা নিয়ে হেঁটে চলেছি চিরকাল, একমাত্র।


শুধু প্রেম, গালাগালি ও ভাবনার সময় বাংলা আসে,
তার নরম কোলে মাথা রেখে একটু কাঁদে, ভালবাসে,
দূর থেকে দূরান্ত পেরিয়ে, না চাওয়া পাওয়ার এক নিবিড়তা
চরৈবতির এ এক নতুন সংকল্পের প্রেমিকময়তা।


অস্তিত্বের নতুন এক সংবিধান রচনা করেছি আজ
যাত্রা করেছি সিন্দাবাদের অভিবাদনের অমরত্বের সাজ...