হেমন্তের গান শুনি, টাকা ভর্তি ব্যাংকের হিসেব
গুলিয়ে যায় এই আষাঢ় সকালে, বিকেলে, রাতে
কি হবে জীবনটাকে এই ভাবে বেঁচে, এই খাতে
জানতে চাই না, কারণ জানাতে বারণ করেছে সময়
সে সুখ ও সুর যাপন আজ পুরাতন।
মেঘলা আকাশের দুঃখ কি আমার জলে তরঙ্গ তোলা চুড়ি হাত।
জানি না, শ্যাওলা পিছলে আমি পড়ে আছি মরণে
কঙ্কালের সাথে কাটছে মহাকাল, তুকতাক না বিজ্ঞান, পিশাচ সভ্যতা
তাই হাসি মশকরা করছে, আর আমি দিদি দিদি বলে ভাসছি
আমার আষাঢ়ের সুখে। পুড়ছে বাবার মৃত্যু। জল ঘোলা তিলোত্তমা
চাকরি বাঁচাতে রিপোর্টার, মনোবিদের যাতায়াত।


বোঝনি অন্ধকারে কি দিচ্ছে আমায় গীতাঞ্জলি
নাই বা পড়লাম আজ, মানুষের ধিক্ কথাঞ্জলি...