কত কবিতাই মনের মধ্যে আসে, ভালবাসে
সম মনযাপনের উদারতাকে আঁকড়ে ধরতে চায়।
বিষয়ভিত্তিক আঞ্চলিকতার উর্দ্ধে প্রকাশিত হয়
না বলা কথার রহস্যবোধ, উদাসীনতার চরম বাস্তবিকতা
আর এগিয়ে চলা জীবনের চরম রহস্য...
ধীরে ধীরে উন্নতির শিখরে পৌঁছাতে হবে,
এই ভাবনা থেকে মস্তিষ্ক প্রসূত একটি একটি অস্ত্র
বেরিয়ে আসে, তীক্ষ্ণ ফলা নিয়ে।
বিদ্ধ হচ্ছে রোজ কেউ।
অভিষিক্ত হচ্ছে নতুন রহস্যে...
তারপর, চলতে থাকা জীবনের ব্যতিরেকে
উদাসীন হয়ে ভাঙতে শুরু করেছে
নতুন বিশ্বের দুয়ারে।
প্রযুক্তির সাহায্যে পৌঁছে যাচ্ছে
অনন্ত চেতনার অভিপ্রায় নিয়ে
আমার তোমার সকলের দরবারে,
কেবলই বাহবা কুরানো জন্য..


নাবালক কবিতাও এই পথেই সাবালক হয়
লুকিয়ে রাখা খারাপগুলো পায় না কোন ভয়,
মিটে যায় সংশয়, মিটে যায় রক্তের চাতুর্য
কেবল ভাষার আঙ্গিনায়।