ধোয়াশার পাঁচিলে বিড়াল, সবুজ শ্যাওলা মেঘের
মেঘ বলেছে বাকিটা সকাল থাক্ না মন-প্রাণ-দেহের...


নতুনত্ব দেনাপাওনার প্রকৃতিতে মেঘের জন্য কবি
মেঘদূতরা চলেছে গুম্ফায়, ত্যাগ ধ্যানে আমরা নবি।


শত পথ, আক্রোশ ভরা হিসাব আর ঐতিহাসিকতা
আমার সাথে মেঘের জমানো কথার চিরকালীন ব্যথা,


স্থবির সময়ে দাড়িয়ে এক চোখ রঙিন অন্যটি সাদা
মেঘের জন্য ভুবন ডাঙ্গার মাঠে ফুটবল পায়ে কাঁদা।


জন্য মেঘ, টিপ টিপ রোমান্টিকতার ছাতায় বৃদ্ধরা
সময় অংশীদারিত্বে স্ট্যাটাসে বাঁচাই নতুন মাত্রা,


মেঘ বলেছে খিঁচুড়ি হবে গর্ত জলের দুরন্ত এক শটে
বাঙালি মেধা আছে বলেই কৃষ্ণরাধার সংস্কৃতি সন্ধ্যা ঘটে,


মেঘমল্লার গাইছি বলেই মেঘের বড্ড রাগ
দূষণ তো বলছে মিটার মেপে ভাগ-মেঘ-ভাগ...


তবুও এই মেঘের কোল জুড়ে দুঃখ বৃষ্টির সুখ
এই মেঘের কৃষ্ণগহ্বর আঁখি হল সত্য বাংলার মুখ।


মেঘ ভালবাসা সহ্য করে চাষীর ফসল, মাঝি ঈশান দেখে
বর্ষাতি রেখে কাগজের নৌকায় রূপালী ইলিশ মেখে,


মেঘবালিকাতেই কবি আজ রয়েছে কেন মোজে?
বেরিয়ে পড়ব আমরা সত্য মেঘ পৃথিবীর খোঁজে,