মানব শৃঙ্খলগুলোকে গাঁটে, গাঁটে, মর্যায়, মর্যায়
চিনিয়ে দেব বলে জন্ম হয়েছিল আমার,
আর তারপর আমি সব অনন্য ধারার ধারণা থেকে
মুক্তি লাভ করে।
পৌছে গেলাম নব চেতনার অভিলাষায়
মানবতাকে তাচ্ছিল্য করে অতিমানবের জেনারেশন।
কিন্তু ঘরে যে মানুষ, মানুষের ছোটবেলা
মানুষ প্রেক্ষাপটের প্রকৃতির সুখ ফেলে এলাম।
তা বুঝবে কে বা কেউ বা তা বুঝতে পারে!
জানি না, না বলেই অতি মানব হয়েও
এই মুহূর্তে মানুষ সাধারণকে
সাধারণ প্রার্থনা প্রেরণায় নিসঙ্কোচে কঙ্কাল হয়েই
থেকে যাই।