অবাক করা স্বপ্নের সকাল
ব্যস্ততায় কল্পনার আকাল।
শৈশবের মিষ্টতা ভরা প্রাণ
চল যাই, শুনি হযবরল গান।
সবুজ হাতছানিতে সকাল-বিকেল ডাকত
বৃষ্টি-কাঁদা জুতো মজা করেই মাখত।
স্কুলের প্রতিযোগিতায় জীবনকে উপভোগ
রয়ে গেছে কেন বড় হওয়ার শোক।
হজমের জন্য হজমি খেতাম নাকি!
কালো নুন, স্কুল ছুটিতে...ফাঁকি।
সবটুকু আনন্দই আলুকাবলিতে রাখি।


মারপিট, বন্ধুত্ব, ভালর-অস্তিত্ব রচনা
বড় হয়ে কি হব, তার কত জল্পনা।
বাড়িতেও অভিভাবকের ভবিষ্যত চিন্তা
বইয়ের ফাঁকে ফেলুদা, ছুটির দিনটা,
হারিয়ে যাওয়া চাঁদ পাহাড়ের দেশে,
গল্প বলা ঠাকুমার কোল... আদরে ভালবেসে
নিয়ে যেত ব্যঙ্গমা আর ব্যঙ্গমির রূপকথা
বড় বেলার গল্পতে... ভুলতে পারি না সেসব কথা।