অজানা এক কাব্য, নিবেদন করা গান
আজ প্রভাতে তোমার ভালবাসার স্নান,
কোথায় তোমার সবটুকু, কোথায় তুমি
গর্বিত নই, আহ্লাদিত আমার জন্মভূমি।
ইতিহাস ভরা পাঠাগার, তোমার মূর্ততা
সাহিত্যের জন্য রইল এক জীবনের মুগ্ধতা।
সংস্কৃতির অন্য ডালে থাকুক সহস্র তারা
নেই জীবনে করব সেসব আমি ভাড়া,
তখন তুমি অন্য ভাষা, অন্য পদাবলী
চা খেতে খেতে শুনব তোমার দু-এক কলি,
তুমি আছো বলেই সাদা পাতায় লিখছি এসব
না হলে মৃত প্রাণে, থাকতাম এক্কেবারে নীরব।