কিছু পাগল আজও আছেই,
লাগে না কোনও কাজেই,
তাই তো না-কবিতাগুলো
তাদের মনটুকুই ছুলো...
আর বাকিটা জীবন
সেই খুশিতেই প্লাবন,
মাখামাখি করা আদর
ভারামো নয় বাদর,
টাকা থাকলেই সুখ
কী ভীষণ অসুখ...
জ্যান্ত জীবনই কাব্য
কোথায় নামবো!


তবুও কুয়োর ব্যাঙ
কবি হওয়ার ঘ্যাগোরঘ্যাং
রবীন্দ্র হাতে ওরাংওটাং
হেসেই চিত্পটাং
কল্পনা ফড়িং
ভীষণ বোরিং
পরীক্ষাতে স্কোরিং


আর সুকুমার চিন্তা
আবোল তাবোল দিনটা...