নতুনের হাতছানি, আর দীর্ঘ সময় অনুবর্তন
না পাওয়ার চিন্তা মনের জালেই প্রবর্তন।
মূর্তির উপরে কাক করছে নোংরা ভালই
সংস্কৃতির ইচ্ছা করছে আমায় কালই।
ভুল থেকে শুরু, আর শুরু থেকেই ভুল
কে ফোটাবে আমায় বিষাক্ত হুল!
জানি না, তবু বয়ে চলেছি দায়ভার
বাঙালি মানেই পিছিয়ে থেকেই হার,
এই ভ্রান্তিকে দূরতম করে ছুটব
উড়ন্ত ডাইনোসারের মতন ফুটব।
লাভার মতন অগ্ন্যুত্পাত হবে এবার
কবিতা লেখাই বিপ্লব, সকলের-সবার।
অস্ত্র নয়, সাদা পাতাই স্বাধীনতা
শেষ করুন লিখে, দিস্তে দিস্তে খাতা।