লিখতে পারি না বলেই কষ্ট হয়
কবে মূক বধীর হব, রয়েছে সে ভয়।
অদৃষ্ট সব কেড়েছে, নিতে পারেনি লেখার হাত
না ঘুমিয়ে আর কত কাল কাঁদব প্রতি রাত!!
ঘুম নেই বলেই তুমি শান্তিতে ঘুমাচ্ছো
অন্য রঙে রঙ স্নিগ্ধতার রঙ মাখাচ্ছো,
ভালবাসার সত্য দর্শন আজ ফিকে, কষ্টের রিথ
ভালবাসা সত্য তাই মিটেছে মিথ্যা রিথ।
সব হারানোর পরেও তাই কান্নার সুখ আমার
ভুলে যাওয়া প্রতিশ্রুতি মনে পড়ুক তোমার।
নোংরা জীবনের খাদ্যে আমার মাছি
“দেখা হলে বলে দিও, আজও বেঁচে আছি...”


বেঁচে থাকব বলেই জীবনের যাত্রা
না পাওয়ার পাওয়াতেই মিলেছে নতুন মাত্রা...