অসম্ভব অস্থির লাগে আমার উদভ্রান্ত যুগে
মৃত্যু শুয়ে আছে, চেতনার সুখে...
আদিমতার গুহায় গ্রাম করছে অন্ধকার, ধর্ষণ
ছলনার অভিপ্রাস প্রেমময়ী বর্ষণ...
কত কথার মতন উপন্যাস গিলছে মানুষ
স্বপ্ন স্মৃতি সত্যিই এক্কেবারে ফানুস...
যেতে চাইছি অনেক হাতের মিলনের পথে
জয় পতাকা ছেড়া-লাগাচ্ছে রথে...
অবনত চিন্তার নিউরন হয়তো ধ্বংস হবে আজ
ব্রেন স্ট্রোকে অথর্ব ভাষার নেই কাজ...
গানে তাই সুর আছে, কিন্তু প্রাণ জাগে না তাতে
মুখ লুকায় সুন্দরী অপ্সরা প্রতি রাতে...
যা চাইতাম, তা তো পাবো না কোনও কালেই
শুধু জড়িয়ে যাচ্ছি মিথ্যা সংসার জালেই...
বর্ষাযাপন উত্সব চলছে রুপোলি হচ্ছে মাছ
কোথায় রাস্তার বৃক্ষসম গাছ...
মেট্রো, মনোরেল দ্রুততর করতে গিয়ে প্রকৃতি নষ্ট
মানুষ আজ মানবতার লক্ষভ্রষ্ট...
তবু অফুরন্ত অনুভূতি চুম্বন জাগছে আর বীর্য
পিছ জন্মে আমি চন্দ্রগুপ্ত মৌর্য...