অনেকটা সময় কিনেছে আমার প্রাণ
শহরের বুকে লিখছি স্নেহের শব্দ গান,
অলিতে গলিতে শহর রয়েছে মিশে
ব্যস্ততার জীবন আর লাগে না ক্লিশে।
সবুজ কমছে, তবু রয়েছে কিছু বাকি
আমার প্রেম, আমাকেই দিচ্ছে ফাঁকি,
তাও হাত ধরার খেলায় মাতছে শহর
বেড়েই চলেছে সেজে চলার বহর।


সব পাল্টালেও কিছু শব্দ ছবি কথা
এই শহর আমার, একান্ত হৃদ-কবিতা...


বুঝতে পারি বলেই যাত্রা দীর্ঘতর হোক আজ
শহরের বুকে খুঁজে চলাই, আমার একমাত্র কাজ।
ছিলাম, না ছিলাম, ফিরে এলাম, ভিড়ে
হঠাৎ শোনা, ‘কেমন আছিস্ একিরে...’
শহরটা আমার সবটুকু জানে, ভোর থেকে রাত
কুয়াশা ঘন, কোলাহল, এই শহর শ্রেষ্ঠ, আলবাত!
যারা পাইনি সময়, তারা পালিয়ে গেছে যাতা
এই শহর আজও জানে হৃদয়ের আত্মীয়তা।


শহরের বৃষ্টি-রোদ্দুর-শরৎ-শীত মেলা ক্যানভাস
এই শহরেই ফেলতে চাই জীবন্ত শেষ নিঃশ্বাস,