অবাক নয়, বাস্তবতার চাবিকাঠিতে যাওয়া
রুটির জন্যই আজ না পাওয়াকে পাওয়া।


আত্মা দেখতে চেয়েছিল প্রকৃতি প্রাণের অনুভূতি
মানুষ হয়ে কিছুটা সময় কাটানোই আহুতি।
কাঁক ডাকা সকাল থেকে রাতের প্যাঁচা
উদ্বর্তনের লড়াইয়ে মন বেড়ির খাঁচা...
না পাওয়া প্রেম থেকে ইচ্ছা...সত্যিই সুখ সৃষ্টি!
এভাবে হয় না... সুখ যাপনের সময় বৃষ্টি...
ঠুনকো পৃথিবীর লড়াই, ঔরসজাতের জন্যই ঘর
ভূতের দেখা পেলে.... চাইতাম শান্তির বর...
ভালবাসার আকাঙ্খা নেই.. সে তো স্বার্থপর
লড়াইয়ে পেট পুজো...আদি চেতনার ভর


তবু মানুষ হওয়ার লড়াই চালাচ্ছে কবির দল
সিএফএল আলোতেই ল্যাম্পপোষ্ট পেয়েছে বল,