বর্ষাতে অনুপ্রেরণা পাই, বর্ষাতেই পাই
আজ তাই খিঁচুড়ি আনন্দে ভিজেই যাই,
নতুন এক অসময়ের গোড়ায় দাড়িয়ে
আজও আছি আমার ভেঁজা হাত বাড়িয়ে।
কতই তো কাব্য হল তোমায় নিয়ে আদিম
ব্যাঙের দেখা, বসে শান্তিনিকেতন ছাতিম,
স্রোতের কাগজ নৌকা, ময়লা জলেই লন্ডন
প্রেম ভালবাসা শুধুই তোমার, করব না খন্ডন...
তুমি আমার শরীর জুড়ে স্পর্শ করেই পড়বে
আজ বৃষ্টিতে যা খুশি তাই তুমি করবে।
আর আধুনিক নারী হয়ে দায়িত্ব নাও আমার
যেমনই হয়ই না কেন, পুরুষ আজ নারী তোমার...
লিঙ্গগামীদের সে পথে পাগলামোটা থাকুক
ওরাও আজ একটু বৃষ্টিকেই মাখুক
দেখবে, ওসব আইনও যাবে একদম মিটে
রাধা কৃষ্ণের মতোই প্রেমে যাবে লেকে সেটে
তাও তো কোথায় যেন ময়ূর নাঁচে ময়ূরীর জন্য
আজও আমি তোমার ভালবাসাতেই হন্ন্যে,
তুমি দেখতে পাচ্ছ না, তোমার সুরে
ছাতা হাতে এলাম আবার একটু ঘুরে...


হেঁটে চলেছি জীবনের আয়ুতে, শেষ হোক এবার
বৃষ্টিতেই চার মাথার মোড়ে চুমু, ভাগ্য হোক সবার...