অনুভবের অনুভূতি তো আসে স্নাত স্নিগ্ধতায়
বৃষ্টির স্পর্শ লাগে জীবনের তিক্ততায়
আলোকিত হয়, অন্ধকারের প্রচ্ছন্ন আলো
এই বৃষ্টিতে আজও খোলা চুলে কাপড় মেলো?
জানি অসংলগ্ন হয়ে যায় মাদকতা ভরা বৃষ্টি
ভেজা শার্টে, বোতাম খোলা লোম..ভগবানের সৃষ্টি।


ধীরে ধীরে তুলসীতলায় জমছে জল, ধূসর দেওয়াল
শঙ্খচিল আর কাজলা দীঘিতে নেই, সব মিনি বিড়াল।
আলস্য গ্রাস করছে বর্ষাতি মেলায় স্টেশনে ভীড়
কে জানে আজ কে কে চেটেছে অনুভূতির নীড়...
ভেজা দিনেও কাব্যে রোমান্টিকতা শেষে পরিবারের চিন্তা,
যানজট, নাকানি চোবানি, অনেক রাতে বাড়ি ফেরার দিনটা।


তবুও কৃষ্ণের মতন রাধারা আজও অপেক্ষা করে ঘরে
অনুভবের অনুভূতি চালে টপ টপ করে স্নিগ্ধতাই ঝড়ে পরে...