অনেক কিছুর মাঝে কিছু কিছু পথ্য, ভাললাগার
সে সব মুহূর্ত, সময় ও কথা, শুধুই যে আমার...


বুকের মধ্যে স্বর্গ ফিরে আসে, ভালবাসে, টান রক্তের
আমরা বাঙালি, আমদের যে মনটা নরম, শুধুই সন্তানের।
জন্মালেই শিশু অভিভাবকত্বের পাসপোর্ট আনাচে-কানাচে,
সন্তানকে ভালবাসার টান যে বড়ই মধুর... ছোয়াচে..


মনুষ্যত্বের অগ্ন্যুত্পাত কবে ঘটেছে, কখনই বা সেসব ঘটে
এখনও, চোখে জল আসা অভিভাবকের প্রাণটাই আছে বটে


না চাইতেই কত শত গাছ, বাড়ি, গাড়ি পেরিয়ে
কত কিলোমিটার দূরের প্রেমকে বুকে আগলিয়ে-
ঘুমিয়েছি, তত্কালে ট্রেনের দোলাতে দুলে..মনটা খুলে
একটাই আশা, যদি ঔরসজাত ভালবাসাকে ছুলে-


ফিরে পাই, আমার ছোটবেলা, আমার স্বপ্নবেলা..
সত্যিই জীবন, চিরন্তন হোক অশ্রুবিন্দুর মন ও খেলা,