প্রত্যাখ্যাত হয়েছি বলেই আবার জীবনের বিজ্ঞানকে
পেশা নয় নেশার মতো করেই ফিরে পেতে চাই।
হারিয়ে যাওয়া অতীত বড়ই মধুর, মানিয়ে মনকে
স্বপ্ন, ধূসর প্রান্তর পেরিয়ে, সবুজ হাতছানিতেই যাই।


সকলে তা খুঁজতে চায় না, রবার্ট ব্রুসের মতন
সকলে তা ফিরেও পায় না, আমার যতন
করে সাজিয়ে রাখা হাতঘড়িতে, সময় যখন
তখন, যেতে হবে লম্বা রেসের সফরে, আপন
করে নিয়েছি সে সকল ছাত্রছাত্রী, জীবনযাপন
করব, তাদের সাথে, কারেন্ট গেলেও গরম গোপন
করে খেলব, হাসি মুখে, গাইব গান, অমরত্ব শোপান!


হরফ চিহ্নিত করতে গিয়ে, নান্দনিক হতে পারি না
কবিতার মঞ্চে তাই কোন দিনও পেতে চাই না আমি ঠাই,
হোঁচট খেলেও শিখতে, মাথা নোয়াতেও জানি না
লাইট জ্বালেই ফাঁকা, তাই অন্ধকারে একাকী উদযাপনের ছাই...