ভেসে যেতে চাই  ভাটিয়ালী সুরে... ও মাঝি রে... ভেসে যেতে চাই ভাটিয়ালী সুরে....জীবন নাওয়ে পাইলাম না ঠাঁই.... মন যে ব্যাকুল করে..... নদীর পার ভাঙগে... অন্য পার গড়ে..... ভেসে যেতে চাই..... এই স্রোতে.... পাল খান নামাইয়া লয় সময় ব্রতে.... সুরেওও ঘরে ফেরার টান... একাই আমি মাঝে রাতে... গাইব গহন গান। ভেসে যেতে চাই.... ভাটিয়ালী সুরে... ও মাঝি রে.... নিয়ে যাও মোরে.... কেমনে বোঝাই.... দূরে বহু দূরে.... রয়েছে আমার প্রাণ.... শুধুই তার মন জুড়ে.... ও মাঝি রে.... কোথায় গেলি.... যেতে চাই পরাণ জলী..... ভেসে ভেসে নাওয়ের উপর যদি যায় নিরুদ্দেশে প্রাণ... তবেই আমার শেষ হবে জীবনের গান... ও মাঝি রে .... আইসও ফিরে... ও মাঝি রে.... নিয়ে যাও মোরে... আজি নতুনও দিবসে.... মাঝির সনে বয়ে যাইবো অকূলে.... শুধু প্রাণের অশ্রুখান লইব চিনে.... ও মাঝি রে ... যাও কেন আমায় ফেলে... ও মাঝি রে.... এসো ফিরে...