একলব্যের মতো আঙুল কেঁটেছে নিষ্পাপ সরল
জন্ম শিশুর হয়রানিতে, তবু দ্রোণাচার্যই বিরল।
অরাজকতা চলতে থাকেই, মজতে থাকে বিষ
খারাপ চোখের স্বপ্ন, আকাশ কিনব, হাত নিশপিশ...
ভাবেও না, এই শরীর সংসার সবটুকুই মায়া
অনিশ্চিত জীবনে যতই চাও, মৃত্যু নিশ্চিত..কায়া..
বুঝতে চায় না, অবুঝের দল, রাজনীতির আর্শীবাদ
মা ঠাকুমারও ভুলছে পাঁচালী..আর বাংলা প্রবাদ।
নির্ভীক হলে মার খেতে হয়..সংবাদ কন্ঠ রোধ
একুশে আইনে একুশে জুলাই রাজতন্ত্রের ক্রোধ,
ছোট্ট শিশুর ঘুমোনি ছড়ার চাঁদমামা-বর্গি দেশ
সিরিয়ালের টাইটেল ট্রাকে সন্তান ঘুমোচ্ছে বেশ...


সংস্কৃতির অন্ধকার দিন.. স্বাধীনত্তোর বাংলায়-
সমাজের চরিত্রে আজ ঘষা কাঁচ আঁটা জানলায়,