কৃষ্ণপ্রেমে মাতোয়ারা হয়ে টানছে রথের দড়ি...
এই প্রেম চৈতন্যপ্রভুর.. আহা মরি মরি...
কত যুগ ধরে, কত আনন্দ, কত প্রেমের বাস
রথযাত্রার দিনে ঝড়ে পড়ে ভালবাসার সুবাস।


ভাললাগে ভালবাসতে, এই পৃথিবীর তুমি
ভালবাসার বাংলাই... আমার জন্মভূমি।
ক্ষুদাতুর চোখে হিংসা দাড়িয়ে..করছে উৎপাত
তাদেরও হবে একদিন প্রভু, তোমার সাথে সাক্ষাৎ...


না জানা এক শান্তি বিভোর বৃষ্টিস্নাত আমি
বাকিটা জানে পৃথিবী, আর মনের অন্তর্যামি।
ভাললাগা থাক দাড়ি, কমা জুড়ে, আমার ক্লান্তি নেই
একদিন এই কবিতার মানে, তুমি তো বুঝবেই।


এখনও মনের খাঁচা রেখেছি মনেই খুলে
আজও আশ্রয় দিতে পারি তোমায়, ঝড় এলে...