কোথায় এগিয়ে যাচ্ছি ভেসে..স্রোতে বহমান
নদীর আত্মার মতোই এই জীবন স্লোগান...


পন্থী আমি যার হই, ঝুঁকলে লাভ নেই
তর্ক ও বড়লোক হয়ে হারিয়ে যায় খেই...


যারা এতটা অন্ধকার পেরিয়ে বলছে-আলো
কি করে তুমি তাদের করতে পারবে ভালো!


নিজেকেও তারা ভালবাসতে পারল না
তাই দাম্ভিকতার পর্দা, আজও ছাড়ল না।


সীমান্ত চেতনা বেয়ে গড়াচ্ছে নব কলেবর যাত্রা,
এ জীবনেই যোগ করতে চাইছি সবাই নতুন মাত্রা।


এতই সহজ, এক জীবনে ভগবান সুখ পাবে
এতজন্মের অপরাধগুলো একেতে মিলাবে...


ফিরতে হবে এখানেই, অন্য কোন শরীর
যেখানেই ফিরবে... টান থেকে যাবে বাঙালির...