কাল রাতে তুমি স্বপ্ন পরি হয়েছিলে,
বেশ ভালই, বাস্তবে তোমাকে তেমন দেখি না,
সেই পথ ধরে হেঁটেছিল, রূপকথা নয়
গ্রামের মেঠো পথে আলতা পায়ে, গৃহবধূ।


আজকের সমাজ স্বাধীনতার আধুনিকতা দিয়েছে
স্নিগ্ধতার চরম সত্যকে কেড়ে নিয়েছে...
কৃত্রিমতার এক চরম অগ্নিতে স্পর্শ করে-অগ্নিকন্যা...তুমি।
বুঝি, এটাই অর্থলোভী সমাজের শ্রেষ্ঠত্ব,
আধুনিকতার বিরল অসুখ। আদিম রিপুর পুনরাবৃত্তি,
পুরুষতন্ত্র অতীব ধূর্ত, তাই সংসারযাপনে দ্বিচারিতা
নারীকে দিয়ে উপার্জিত ধন... উদযাপনে প্রক্রিয়ারত,
ভালই, চলুক এই উদযাপন
বিদীর্ণ করুক আমাদের অস্তিত্ব,
ভাবনা ছেড়ে উড়ুক পাখির মতন,
নতুন শৈশবের কোটরে
বাঙালীহীন জাতির সুন্দর পৃথিবীতে...