বুড়ো কবির আলেয়া মস্তিষ্কের গচ্ছিত ভালবাসা
কবিতার কবিরাও জাগাতে পারে সঞ্জীবনী আশা...


সুদূরের পিয়াসী চোখে, কাজল কালো মেঘাকাশ
না বলা প্রেম, করেনি আমাদের কখনও নিরাশ।


স্থিরবধি জ্বলন্ত ক্ষুধা গ্রাস করতে চাইছে বুক
পিঞ্জর ভাঙা পাখি, নীল দিগন্তের ই-সুখ।


সুখ তো হতেই পারে না জানা প্রয়াস
তোমার জন্য রইল প্রেমসাগরের নির্যাস...


চুমুক দিয়ে চেটে খেলে পাবে কবিতার মুখ
ইচ্ছেগুলো মেলবে ডানা, এক ঝাক কপোত সুখ।