আমি বৃষ্টির সাথে মিশে গেলুম,
তুমি আর আমায় ছুঁতেও পারলে না।
বিন্দু বিন্দু স্ফটিকের মতোই আমার প্রাণ এখন
তুমি বৃহত্তর ভাবছো, আর আমি ক্ষুদ্রতম।
নৈতিকতার এক আশ্চর্য বাতাবরণ।


কবিদের নাকি ছোঁয়া যায় না,
এই যে আমার কবিতা তোমার শরীর জুড়ে
অনুরণন,
আমার মন তো তাই ছুঁয়ে গেল।
আর তখনই পৃথিবীর বুক থেকে তারা খসা দেখলাম।


তখনই সুর এলো প্রাণে --
আমি যতদিন বাঁচব ভালবাসাকেই ভালবাসব
জানি আমি চিরদিন তোমারই তো থাকব।