(প্রয়াণে শ্রদ্ধার্ঘ্য)


আলোক বন্যার মতোই দ্রুত
নেই বলে মনে মিসাইল ক্ষত।
তবু অণুপ্রেরণা নিতে দোষ নেই
ভালবেসেছি ছোটবেলা থেকেই।
বড়বেলাতে বুঝেছি কিছু কিছু
রাষ্ট্রতন্ত্রে হেঁটেছি পিছু পিছু...


তবুও তোমার কষ্ট ছেলেবেলা
আগুয়ান, মনে পড়ছে এবেলা।
কাজের মধ্যেই জীবন্ত সেবা
যুক্ত প্রযুক্তি, বিশ্ব পরিসেবা।


জলন্ত জীবনের চলন্ত আমি
তোমার পথটা খুব দামি,
তবু কিছুকাল থাকবে স্মরণ
প্রতি বছর করব বরণ।
আত্তিকরণ করতে না পারি
তোমার দেখানো পথ না ছাড়ি...
আয়ুরেখার পথে সঠিক লাঠিয়াল
জীবন্ত দহন পরীক্ষার-তুমি কবিয়াল।


তোমার কবিতাই বুঝব সারাদিন
তোমার কাছেই আলোকবর্ষ ঋণ।