(আজ নাকি বন্ধুত্বের দিবস!)


জীবন তো বন্ধুত্ব, বন্ধুত্বই জীবন
সময়ের নদীকে করেছি খুব আপন।
নষ্ট হয়েছে কাল, লক্ষ্যভ্রষ্ট আগামী
তবু কানে বাজে না বিসর্জনের আগমনী।
কেন বন্ধুত্বের কেঁচো কিলবিল করে, আরশোলা
প্রাণে কেন বেঁচে ওঠে, শব্দ জোড়ালো কামারশালা...
জানি না, অভিজ্ঞতার স্মৃতিতে দমবন্ধ আমার
বন্ধুর মাঝেও তোমার ক্যানভাস...শুধুই তোমার।
তবু বেঁচে থাকা, বাঁচিয়ে রাখার তাগিদে নিঃশ্বাস
প্রশ্বাস এখনও ছড়ায় তোমার মাদকতার সুবাস,
বন্ধুর সেই হাসি-কান্না, কলেজের আড্ডা গেটে
মেট্রো ভীড়ে থাকতাম আমরাই তো সেটে,
সব এখন কেরিয়ার, সব এখন মস্ত স্বপ্ন সাকার
আমার বন্ধুত্ব কেবলই, মূর্ত-বিমূর্ত নিরাকার।


একাই এখন নিজের বন্ধু, একাই এখন বই
আজ বন্ধুত্ব দিবসে, কবিতার সাথে পাতালাম সই...