(২০১৫ বন্যায় পশ্চিমবঙ্গের ১২ জেলায় বন্যা, বাংলাদেশ কোমেন ঝড়ে ক্ষতিগ্রস্থ। তাই কবিতার আবেশ দিশাহারা।)
সবুজের বৃষ্টি, সৃষ্টির আদিম রাগ
রাগের জন্যই চটেছে রুদ্র প্রয়াগ।
ট্রেনের মৃত্যু ও কবি এক বুক তিস্তায়
ভাসিয়েছি সবটুকু মূর্ত অভিজ্ঞতায়,
সব সাদা তখন মস্তিষ্ক-জীবন গাথায়
ভাল লাগে ভাবতে সবটুকুই খাতায়।
পেরিয়ে এসেছি সে পথ, পেরিয়েছি
সবুজের রবি ঠাকুরে-আমি হারিয়েছি।
কত গবেষণা করছ তুমি আমার জন্য
সে সব মিছে, ভালবাসা চাই বন্য...
ভালবাসায় বাঁচবে বাংলার আলনা
শব বিছানায়, ঝাপসা আয়না।


হেঁটে চলা জল পেরিয়ে আজ বন্যা
বাঁচার জন্য খাদ্য চাই অগ্নিকন্যা...