(কিছু কথার অনুপ্রেরণা...পুষ্পিতা)
সারাদিন আমার ভাবনায় জানি সে আসবে স্বপ্নে
সমাজের শাসন, কিছু হবে না, বিস্ফোরণে,
স্বপ্নের আরোপিত পরশ, এ যে অনুভূতি
জীবন্ত পরিবারের সুখ স্থায়ী এক স্নিগ্ধতার জুটি।


কতবার ভাবি আমি, চরণেই দেবে ঠাই
সেই তুমি কেনো বলো আজ তবে যাই...
আসোনি আজও আমার মনের আঙ্গিনায়
এলো চুলে মুখ গুজে, পুরোনো জানলায়


হতে পারে যুগ পাল্টেছে, পাল্টাচ্ছে সময়
নারী স্বাধীনতার নাব্যতা আনবে প্রলয়,
তবু আমি নারী, একটু স্নিগ্ধ পরশ চাই
তোমার লোমশ বুকে, দিও তাই ঠাই


ওঠা নামা তো সূর্য চরিত্র, আমারও মন
তোমার ভালবাসা সিক্ত ঠোঁটের গন্ধ, প্রতিক্ষণ...