অনেকটা সবুজ মেখে..পাথরের উপর বসেছি
কবিতা লিখব বলে..শ্যামল উদারতা ভালবেসেছি।
রোজ সকালে মনটা কেন খারাপ হয়ে যায়
পরমাণু বোমা পড়ল নাকি...লাগছে ভয়।
এখন সব শান্তি মানেই মোমবাতি ধরে,
রাজনীতিকরা জানে কি, কতটা অসহায় ঝরে!
সাধারণ যারা শহুরে তারাও মত্ত শোকজ্ঞাপনে
আমার মন তখন অশনি সংকেত, বীজ বপনে।
কবিতা আসছে না, মন ভাল হবে কি করে
ঠিক তখনই গাছ থেকে পাতা শুকনো পড়ল ঝড়ে...
বুঝলাম, জীবন মানেই পর্ণমোচী..শোক-শান্তি-শব
আজ প্রভাতে সবুজ মাঝে..করব আমি স্তব।
তোমরাও এসো স্মরণ করি যার যে মারা গেছে
আসছে, আসুক মায়াময় স্মৃতি ভালর জীবন সাঁঝে,