পাগলীর জন্য অপেক্ষা, আর অপেক্ষার জন্য সিম
পাগলী এই পুজোতে তুঁই কি আমার একমাত্র থিম!
পাগলী পাগলী পাগলী, তিন সত্যির মতোই সত্য
আমার গীটারের অসুখে, তুঁই শুধু একমাত্র পথ্য...
এই গরমে শীতলতা পাগলী – শুধুই তোর স্পর্শ
শীতের দিনে পৌষ মেলায় গরম ছোয়ায় হর্ষ।
পলাশ বনে তোকে সাজিয়ে কোপাইয়ে ভাসি
এই ভাবেতেই প্রতিটা কর্ডে তোর কাছেই আসি।
পাগলীর জন্য এবার ভাবছি, গোপন সুর বাঁধব
তোর রেধে আনা চুমুতে, ভালবাসাকেই রাধব।
পাগলী বলে ভালইবাসি, মুখটা এমন করে না
তোর হাসিতেই যে..., তোকে ছাড়া মনটা ভরে না।
তবুও দূরত্ব অনেক, রেললাইনের মতোই স্পষ্ট
দালানে বসি, উঠোনে দাড়াস, ভুলব সব কষ্ট...