সমুদ্রে আমি প্রতিদিন
পাহাড় থেকে নুড়ি ছুড়ে ফেলি।
কারণ আমি জানি
একদিন সমুদ্র আমায় ডাকবে।


হয়তো মৃত্যুর চেতনায়
হয়তো তোমার বুকেই আমার মৃত্যু
কিন্তু তুমি আবার মৃত শোকে ফিরিয়ে দেবে
এই মানবতীরে।
অন্য রূপে, অন্য বেশে, সম্পূর্ণ চেতনায়।


সমুদ্র তুমি আমায় উত্তাল কর
সমুদ্র তুমি আমায় উড়িয়ে নিয়ে চল
আমার কল্পনার কেবল একটু শান্তির জন্য।


কেউ আমাকে শান্তি দিতে পারেনি
মা জগদম্ভাও নয়
আমি পৃথিবীতেই মিলিয়ে যাবো
শুধু একটু শান্তির জন্য।