দীর্ঘসূত্রতার ঘুম চাইছে স্মৃতি
মনে না পড়লেই ভালোর রীতি
তবু চলতে থাকা পথ ও শরীর
আজও পিছুটান নিজের বাড়ির।
তৈরি না হওয়া থেকে হওয়ায়
কবিতা কি এভাবে পাশে দাড়ায়?
জানি না, তবু জানার ইচ্ছা প্রবল
আমার হাতে অনেক দিনের লাঙল।
আল পথ ধরেই হাঁটতে চাই মলে
তুলসী তলায় টুনি লাইট জ্বলে,
আধুনিকতায় পুরুষরা খুবই বাজে
তবু জানি, পুরুষ বাঁচে প্রিয়তম সাজে।


উঠুক চাঁদ কলঙ্গ তবু ক্লান্তি, ঘুম-নিশ্চুপ
এবারের মতো, এটাই থিমাটিক রূপ...