চাহিদা পূরণের যন্ত্র না আমি
চাহিদা পূরণ করার মন্ত্র সংযমি।
মনের ইচ্ছা পূরণ করো আজ
একাকিত্বের নতুন এক সাজ।
রকেটের মতো ক্যাপসুল থাকলে
শান্তি ফেরার কথা মনে মাখলে
কাজ হয় না, বিক্রি বাড়বে
হয়তো প্রেম প্রতিষ্ঠাও ছাড়বে...
আলোচ্য জীবনে তাই মূল সাধনা
সংযমতা সভ্যতার সবচেয়ে বড়ো প্রেরণা।
কিছু মস্তিষ্ক তবু পরমাণুর খোঁজ করে
মসনদে বসে, খ্যাতির ব্যাগটাই ভরে।
এভাবে সত্যিই হয় না কিছু, পিছু পিছু
উন্নয়নশীল দেশের ছবিটা বৃথাই নীচু,
এগিয়ে যায় মাথায় হাত বুলিয়ে রাষ্ট্র
আরও কিনছে গরীবের টাকায় অস্ত্র।
স্বাধীনতা মানে আজ কুঁচ কাওয়াজ
স্বাধীনতা মানে ২০ টাকায় বিরিয়ানী
বস্তির রহিম জানে না আজও
কি হবে গেয়ে জন গণ মন...
তবুও পাড়ায় পাড়ায় ঘটা কলরব করে
স্বাধীনতা সংগ্রামীরা লজ্জায় গেছে মরে,
কেউ কি নেই বলার... বৃথা এই সব
বৃথাই এইসব, স্বপ্নের মিথ্যা শৈশব।
দূরে থাকাই ভালো, স্রোতে গা ভাসাবো না
স্বাধীন হয়েছি ভেবে, কবিতা লিখব না...