হাড় হিম করা রূপকথা, রহস্য গল্প হয়
কবিতা তাত্ক্ষণিকতা, বুদ্ধিজীবীর ভয়
সেখানে পৌছাতে পারে না।
পাঠকই তাকে ছাড়ে না।
অনেকেই বলে, ছন্দ ছাড়া লিখুন
একটু অন্য ভাবে দেখুন,
রসটা মাখো মাখো না করে কদর্য করুন
যতটা পারেন, ঘৃণা দিয়ে পাতা ভরুন।
পারছি না, কোনওটাই হচ্ছে না,
তাই ভালবাসাও পাচ্ছি না।
শুধু যেটা হচ্ছে, সেটা অহংকার
যেটা হয় আরকি, সবার ভয়ংকর...
মানুষ আর মানুষ থাকে না
মুখোশের আড়ালে নোখ পাখনা
ড্রাকুলার মতো ধ্বংস করতে চায়
কে জানে কি খুঁজে পায়,
তবু বিষের মতো বিশ কোটির লুকানো
স্বাধীনতায় ১১২ রানে ইনিংস গুটানো
ভয় ধরিয়ে দেয়, কাল আবার
দিনযাপনের ভাত জুটবে সবার!
কবিতার ক্ষত হাতে লিখতে পারবো তো!
কাল, ভারতবাসী হিসেবে ফেসবুক করব তো!
চুপ, কেউ দেখছে...একদম চুপ
শব্দ বললেই রেগে যাবে খুব...