আমার কবিতায়, আমি তোমাদের সর্বদা
সাবধান হতে বলি।
আমার ছন্দহীন নান্দনিকতায়
আমি তোমাদের অসম্পূর্ণ চেতনায় চেপে ধরি।
আমার অসীম সীমাহীন ঐশ্বর্যে
তোমাদের বোঝানোর মতো কিছুই
অবশিষ্ট নেই।


তবু আমায় মানসিক বিকার
আমায় সর্বদা বলে,
তোমাদের সাবধান হওয়ার জন্য।
অস্তিত্ব আর অস্তিত্বের পূর্বে
বেঁচে থাকার নান্দিকতা
সম্পূর্ণটাই হিমশীতল আমার মৃতদেহে।


তোমরা সাবধান হবে না
জীবনযুদ্ধ রোমান্টিক চেতনায় এগিয়ে চলবে
সম্পূর্ণতাকে ফিরে পাবে বলে...