পৃথিবীতে কেউ গরীব, কেউ কেউ বড়লোক
তুমি কি? –
জানি না, জানবার কথাও নয়।
আমি কিন্তু অর্থে গরীব।
এক পেটা খেয়ে বেঁচে থাকি, এটাই অহঙ্কার।
আমি বড়লোকও বটে।
আমি এক অশান্ত পৃথিবীকে
ভালোবাসা দিতে পারি।
ভালোবাসার কঠিন কথা পূর্ণ ভাষায়
করতে পারি প্রকাশ।


যে পৃথিবীতে শক্তি আছে, ঐশ্বর্যের
লোভ লালসার ‘খুলজা সিম সিম’ আছে
সেই দুনিয়ায়
আমি পারি।
দুটি প্রেমিক প্রেমিকাকে নির্ভয়ে
হাত ধরে এগিয়ে যাওয়ার
কবিতা দিতে।
আমি পারি আমরা সভ্যরা যে উলঙ্গ
তা স্পষ্টভাবে বলতে।
আমি পারি লাদেন শ্রেষ্ঠ
আমেরিকার সুখ শান্তি নয়।
আমিই প্রথম বলি ভালোবাসি
তাই তোমাকে পুরুষরূপে আমি ধর্ষণ করি নারী
প্রতি পদক্ষেপে আমি
প্রবঞ্চনাময় ছন্দে
মেতে উঠি এই পৃথিবীর পথ ধরে
অন্য সামীয়ানায় পৌছাবো বলে।
উন্নতির শ্রেষ্ঠত্বে
মেরে ফেলব শৈশবের বিশ্বাসী মুহূর্ত।


মারব আমাদের মানবিক বিবেক
যন্ত্র হয়ে উঠব।


কিন্তু সুজন
দুটি যন্ত্র (স্ত্রী ও পুরুষ) – নতুন যন্ত্রের
দুটি জঙ্গি – নতুন জঙ্গির
সৃষ্টি করবে তো!!!