তোমাকে আমি কি বলে ডাকি
জানি না –
জানার কিছুই নেই।
প্রিয়তমা, সখী, ডার্লিং, হামনাসি,
অনেক কিছুই বলতে পারি।
আসলে তুমি আমার স্বপ্নস্মৃতির সাগর।
প্রেরণা, প্রেরণা শেষের শক্তি।


সেই অ্যাডাম আর ইভের সময় থেকেই
এটি জেনে নিও – সত্য প্রেম, বালবাসার সম্পর্কের
কোন নাম নেই।
সত্য ভালবাসা চিরন্তন।


আমার ভালবাসা চিরন্তন
তোমাকে ভালবেসেছি, তোমাকেই ভালোবাসবো
কিন্তু
এতো মায়ায় জড়িও না
আমি এই মায়ার স্নেহে তলিয়ে যেতে চাই না।
তুমি চলে যাবে
তখন আমি কিভাবে বাঁচব।


দু আনার মানুষ, কষ্ট করে বাঁচতে চাই।
কষ্টের সুখ, মুখে রক্ত তুলে শ্রম
ওটাই আমার জীবন, গরীব ওটাই অহঙ্কার।
দুদিনের ষোলোআনা ভালোবাসায়
ভিক্ষারী হয়ে যাবো মনের কাছে।
হাজার বছর ধরে তোমার সাথে –
যে কথা বলে এসেছি
আজও তাই বলব
তোমার দুঃখ টুকু আমার হোক।


আমি পাপী আর্শীবদা দেওয়ার যোগ্য নই।
যদি হতাম – প্রাণ ভরে ভালবাসা দিতাম
যাতে তুই সুখী হোস।
এতটাই নোংরা আমি, সুজনের প্রিয়জনের
ভালো চাইতে পারি না।


তুমি চলে যাওয
সময় আমার মৃত্যুকে নিয়ে এসো
জানি পাপ ও পুণ্য সমান না হলে
ঈশ্বর,প্রভু, ভগবান টানে না
আমি কষ্টের আধারে বাঁচি
আমি শান্তি সুখ প্রেমের আধারে একাই কাঁদি।
প্রশ্বাস নিশ্বাসে কাঁদব
মিষ্টি হাসির উপহার ভালোবাসব।
তাও তোমায় বলি (গোপনে)...