অলস, শব্দ না হিংসা করছে দলগত
লিখতে চাইলেও সহজ ভাবে মন্তব্য আগত।
আমি দুর্বোধ্য নই, আমি ছান্দসিকও নই
আমার চাই না, স্টেজে ওঠার মই।
আমার কবিতা, আমার কথা মানুষের মন
আমার চেতনা, আমার বাংলা খুজুক প্রতিজন।
লিখতে পারি না, তাতে কিছু নেই বাধা
সবাই জানে একটাই কৃষ্ণ মামী তার রাধা।
রবি ঠাকুর তো একজনই হন, ঐ রকমের ত্যাগ
এখন সবাই পুরস্কার প্রাপ্ত, বেস্টসেলারের ট্যাগ...
ভালই হচ্ছে, সময় দেখছে কাঁকড়া জাতির ছবি
সম্বর্ধনা নেই, রাজনীতি সন্দেহ, আমি নির্ভীক কবি...


কবিতা আলো, আলোর কবিতা, লুকোচুরির আমি
হারিয়ে গেছে স্মৃতি, হারাচ্ছে স্বপ্ন, কালো বিপদগামী...