অজস্র মাথা আর একটা মাইক্রোফোন, ঠোঁটের বাধন
নিরাপত্তা ঘেরা সিংহদুয়ারে অতিথি আপ্যায়ন,


বাইরের ফুটপাতে ভালবাসার যুগল দাড়ায়
প্রেমিকাটি কবিতা উত্সবে ঢুকতে চায়।


চলে যায় সময়, কাল থেকে কালান্তরে...
আসে না ফিরে সত্য ভালবাসার নাগরে,


বলার তো ছিল অনেক রকম কথা,
জমে গিয়েছিল জীবনের অনেক ব্যথা


পেরিয়ে এসেছি, সেসব কৃষ্ণচুড়া, দেবদারু, কাঠগোলাপ
এখন আমার শুধু কবিতার সাথেই প্রেমালাপ।


আবির মাখানো হাতে, পিচ গলা ছাপ
অমানুষ না হয়ে পল্লী প্রকৃতিতে পাপ।


এ কেমন ঘর, এ কোন ঘর, অসততার আস্ত বন
মুখোশ মুখকেই সমাজ করছে আবার আপন।


যে সত্য গুণী, নোবেল জয়ী মাথা নিচু তার
অল্প বিদ্যারা ভয়ঙ্করী, পর্দায় আসছে বার বার...


খারাপ লাগে না, বলতে চাই রবি শ্রাবণের ইচ্ছে ডানা
মানবতার জয় গানে, গিটার ধরলে কেউ করবে না মানা।


বলতে চাওয়া কথায় অনেক গলদ বিশেষজ্ঞ
নিয়ম মানা বাংলার সংস্কৃতিতে আমি অজ্ঞ।


চির আদিম আমি, চিরকালই আদিম
মদ্যপ জীবনে শান্তির নীড় তো ছাতিম।


মিলিত ছন্দের রোদ্দুর বারান্দায় সুর আসুক নেমে
বলতে চাওয়া কবিতা তাই এখানেই গেল থেমে।