দীর্ঘ পথ পেরিয়ে এসেছি,
জঞ্জাল মুক্ত করব
আশার দু-হাত মেখেছি
পৃথিবীকেই চেপে ধরব।
ছেঁদো কথা নয়
চুপ করব না, দৃঢ় প্রত্যয়
বুকে পাঁজরের ভয়!
রোজ রোজ ধর্ষণ, খুন
শুনতে শুনতে ক্লান্ত
এখন যে ফুল মুন।
তাই হব শান্তিতে শান্ত।
দূরদূরান্ত আশ্চর্য রহস্য
উড়ন্ত সব জোঁকারগুলো
কত চোখ এতেই ভস্ম,
প্রমাণিত চোখ হুলো
তবু কষ্ট হয়, আহাম্মক
মুক্তির বাণী চাই
সংঘ বদ্ধ মুক্তির জাতক
যুগ মানব তাই...


সবুজের কলমী দেখব
নিষ্পাপ হাসিও
প্রকৃতির রহস্য মাখব
কৃষ্ণের বাঁশীও...
তারপর পরিষ্কার করব
মস্তিস্ক জঞ্জালের
মানবতার ধর্ম গরব
ধুলো নোংরা কত সালের...
কেউ কি আছো
হাত বাড়াবে,
কেই কি থাকো
পাশে দাড়াবে!
যদি মানুষ হও
ভাঙা বাঁধ
কেন এই নিপীড়নে ক্ষয়
জোয়ারে মেলাও কাঁধ।


আমরা বাঁচতে চাই
প্যান্ডোরায় নেই ঠাই।
আমরা বাঁচতে চাই
হাতে হাত মেলাও তাই,
আমরা বাঁচতে চাই
চল সমাজটাই পাল্টাই...