নিজেকে বদলানোয় পিছুটান
অবিরাম বর্ষণ, ছন্দপতন,
অলসতা, মেঘ রোদ্দুর গান
পরশপাথর মিথ, নয় অরূপরতন...
সে তো কঙ্কালের মানুষ নয়
দেহতত্ত্ব তখন হাজার চৌরাশির মা
মনসাগরে ডুবলে মিটবে সংশয়।
যেখানে পারিস খুঁজে আনতে যা।
ভাল শব্দ অনেক হল লেখা
ভিজে যাচ্ছে সবটুকু আমার
অন্ধ স্বপ্নের গলিতে তোমায় দেখা।
কবিতা কাব্য বিনির্মাণ, শুধুই তোমার...