আমার কাছে কবিতা থাকবে না
সব ছাপিয়ে দেবেন! গুছিয়ে রাখবে না।


তাহলে রাত বাড়লে আমি তখন
কার সাথে কথা বলব কাঁদব যখন,
জানি না, মানতে পারছি না আর
আমার কবিতা আমার, হবে না সবার।


আমার কবিতার সাথে আমি শোবো রোজ
কাউকে দেবো না, এই জীবনের খোঁজ।
এই কবিতা আমার চুল্লি আগুন নয়
এই কবিতা আমার স্পন্দন ভয়,
কবিতার স্বর্গে আমি ইন্দ্র, শব্দ নর্তকী
দেশের জন্য করেছি, কত কি...
তবু যখন সবাই ছেড়ে গেছে
আমার কাছেও এ জীবন মিছে...


কবিতার জন্য তাচ্ছিল্য এক জীবনের জ্যাঠামি
শুধু আগলে রাখাই পাহারা, রাত জাগা আমি
একটায় আসি, আবার আসি ভোরে লাঠি শব্দ
নেড়ি কুকুররাও তাতে ঘুউ ঘুই চুপে জব্দ
ভালো আছি, তাই ভালো বেসেই যাই
আমার কবিতা শুধু কবিকেই দিতে চাই...